ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ২ ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ইটভাটা মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগ্রাম ও আজিমনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। জানা গেছে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী উপজেলার মালিগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স এমএএম ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা ও আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় অবস্থিত সুফিয়া কে ব্রিক ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া, হালনাগাদ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ

ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ২ ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ইটভাটা মালিককে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মালিগ্রাম ও আজিমনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী উপজেলার মালিগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স এমএএম ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা ও আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী এলাকায় অবস্থিত সুফিয়া কে ব্রিক ফিল্ডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়া, হালনাগাদ কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow