ভাপা পিঠার স্বাদে শুরু হোক শীতের আয়োজন
সকাল-সন্ধ্যার শিরশিরে ঠান্ডা বাতাস গায়ে লাগলেই মনে পড়ে - পিঠা খাওয়ার মৌসুম চলে এসেছে। শহরে এখন মোড়ে মোড়েই পাওয়া যায় বাংলার জনপ্রিয় ভাপা পিঠা। তবে যারা পরিবারের জন্য বা শখ করে বাড়িতে বানাতে চান, তাদের জন্য রইলো সহজ রেসিপি - উপকরণ ১. চালের গুঁড়া ২ কাপ২. খেজুর গুড় ১ কাপ৩. নারিকেল কোরানো ১ কাপ৪. লবণ স্বাদমতো৫. পিঠা বানানোর বাটি৬. একটি পাতিল৭. একটি ছিদ্রযুক্ত ঢাকনি প্রণালি প্রথমে চালের গুঁড়া চালুনিতে করে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়ার সঙ্গে পানি ছিটিয়ে, লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে। এখন হাঁড়িতে পানি দিন, হাঁড়ির ওপর ছিদ্রযুক্ত ঢাকনিটি রেখে চুলায় বসিয়ে দিন, চুলাটি খুব অল্প আঁচে রাখুন, ঢাকনির পাশে ছিদ্র থাকলে তা আটা বা মাটি দিয়ে বন্ধ করে দিন। ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া নিয়ে তার মাঝখানে পরিমাণমতো গুড় দিন। এরপর ওপরে অল্প চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড়ে দিয়ে বাটির মুখ ঢেকে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বাটি উল্টে তা সরিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পিঠাটিতে নারিকেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। এএমপি/এমএস
সকাল-সন্ধ্যার শিরশিরে ঠান্ডা বাতাস গায়ে লাগলেই মনে পড়ে - পিঠা খাওয়ার মৌসুম চলে এসেছে। শহরে এখন মোড়ে মোড়েই পাওয়া যায় বাংলার জনপ্রিয় ভাপা পিঠা। তবে যারা পরিবারের জন্য বা শখ করে বাড়িতে বানাতে চান, তাদের জন্য রইলো সহজ রেসিপি -
উপকরণ
১. চালের গুঁড়া ২ কাপ
২. খেজুর গুড় ১ কাপ
৩. নারিকেল কোরানো ১ কাপ
৪. লবণ স্বাদমতো
৫. পিঠা বানানোর বাটি
৬. একটি পাতিল
৭. একটি ছিদ্রযুক্ত ঢাকনি
প্রণালি
প্রথমে চালের গুঁড়া চালুনিতে করে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়ার সঙ্গে পানি ছিটিয়ে, লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে।
এখন হাঁড়িতে পানি দিন, হাঁড়ির ওপর ছিদ্রযুক্ত ঢাকনিটি রেখে চুলায় বসিয়ে দিন, চুলাটি খুব অল্প আঁচে রাখুন, ঢাকনির পাশে ছিদ্র থাকলে তা আটা বা মাটি দিয়ে বন্ধ করে দিন। ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া নিয়ে তার মাঝখানে পরিমাণমতো গুড় দিন।
এরপর ওপরে অল্প চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড়ে দিয়ে বাটির মুখ ঢেকে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বাটি উল্টে তা সরিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পিঠাটিতে নারিকেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
এএমপি/এমএস
What's Your Reaction?