ভাবির কাটা মাথা নিয়ে হাঁটছেন দেবর

5 months ago 20
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় শনিবার সকাল। হঠাৎ দেখা গেল, এক যুবক হাঁটছেন রাস্তায়। এক হাতে চপার। আরেক হাতে নারীর কাটা মাথা। ঝরছে রক্ত। মুখে কোনও ভয় নেই। এই নারকীয় দৃশ্য দেখে হতবাক সবাই। আতঙ্কে চিৎকার ছড়িয়ে পড়ে চারপাশে। পথচারীরা সরে যান পাশ কাটিয়ে। কেউ কিছু বলতে সাহস পাননি। এরপর যা ঘটল, তা আরও বিস্ময়ের। যুবক সোজা হাঁটতে হাঁটতে চলে যান বাসন্তী থানায়। গিয়ে বলেন, তিনি তার ভাবিকে খুন করেছেন। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে। জব্দ করে চপার ও কাটা মুণ্ডু। পুলিশ জানায়, অভিযুক্তের নাম বিমল মণ্ডল। নিহত নারী সতী মণ্ডল, বিমলের ভাবি। দু’জনেই বাসন্তীর ভরতগড়ের বাসিন্দা। সকালবেলা মাঠে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ বিমল চপার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেন। ঘটনার পর নিজেই কাটা মাথা নিয়ে হাঁটতে থাকেন থানার দিকে। আশপাশের মানুষ আঁতকে ওঠেন। কেউ কেউ ভিডিও করেন মোবাইলে। ভিডিওতে দেখা যায়, বিমল একেবারে ভাবলেশহীন। মুখে কোনও অনুশোচনা নেই। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদ থেকেই ঘটতে পারে এই খুন। তবে প্রকৃত কারণ জানতে জেরা চলছে।  
Read Entire Article