ভাবুক
আতশবাজির মতো ঝাঁঝরা হয় না বুক
প্রকাণ্ড গাড়ির নিচেও পড়ে—
মানব সত্তা তথা মানুষ।
ষোড়শীর বাহারী ফুলের আস্তরণে
দুরন্ত কৈশোরের ছবি ফুটে ওঠে
একাকী বিষণ্ন ভগ্নহৃদয়ী নয় সেই—
চারু ও মুগ্ধতার রেশ দেহাবরণে।
জমিরন মরে না রুইতন জেগে থাকে
ভিখারির মতো থাকে না কেউ
বেঁচে থাকে যেন সব দুধেভাতে—
ক্লান্তিতে নুয়ে পড়ে না কেউ।
আতশবাজির মতো ঝাঁঝরা হয় না বুক
প্রকাণ্ড গাড়ির নিচেও পড়ে—
মানব সত্তা তথা মানুষ।
ষোড়শীর বাহারী ফুলের আস্তরণে
দুরন্ত কৈশোরের ছবি ফুটে ওঠে
একাকী বিষণ্ন ভগ্নহৃদয়ী নয় সেই—
চারু ও মুগ্ধতার রেশ দেহাবরণে।
জমিরন মরে না রুইতন জেগে থাকে
ভিখারির মতো থাকে না কেউ
বেঁচে থাকে যেন সব দুধেভাতে—
ক্লান্তিতে নুয়ে পড়ে না কেউ।