ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি শচিন-অ্যান্ডারসনের নামে!

3 months ago 31

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে এই সিরিজ। তার আগে বড় খবর। সিরিজের নাম পরিবর্তন হতে যাচ্ছে।

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে এসেছে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজটি এখন দুই দেশের দুই কিংবদন্তি খেলোয়াড়ের নামে নামকরণ করা হবে।

প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই টেস্ট সিরিজের ট্রফির নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার এবং ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের নামে।

তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এই ট্রফি থেকে পর্দা উঠবে আর ট্রফির নাম হবে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ২০ জুন থেকে লিডসের হেডিংলেতে অনুষ্ঠিত হবে এবং সেই সময়ে এই ট্রফিটি উপস্থাপন করা হতে পারে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি।

কয়েক দশক ধরে ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের ট্রফি পতৌদি ট্রফি নামে পরিচিত ছিল। দীর্ঘদিন পর নাম বদলাচ্ছে।

এমএমআর/জেআইএম

Read Entire Article