ভারত থেকে অনুপ্রবেশ, মৌলভীবাজার সীমান্তে আটক ২১

3 months ago 61

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টার সময় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী ও আটজন শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায় এরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় বিভিন্ন সীমান্তে দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ১৯৮ জনকে আটক করলো বিজিবি।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস

Read Entire Article