ভারত থেকে এল আরও ১০ হাজার ৫০০ মেট্রিক টন চাল

3 hours ago 3
ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চালের এই চালান নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবারই এর খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করে সরকার।
Read Entire Article