ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ১০

1 day ago 5
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা সবাই বাংলাদেশি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলে- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার (২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম (২৫), মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম (৩০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি (২৬), এর সঙ্গে পাঁচজন শিশু রয়েছে।  বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকরি এবং অন্যান্য কাজের উদ্দেশে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। বৃহস্পতিবার ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
Read Entire Article