ভারত-পাকিস্তান সংঘাত, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

3 months ago 43
ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়তে পারে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে -এমন আশঙ্কায় বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে ভারতের সীমান্তঘেঁষা এলাকাগুলো। সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলায় ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক পয়েন্ট রয়েছে। এসব অঞ্চলে ইতোমধ্যেই স্থানীয় থানা পুলিশ, ডিবি এবং বিট পুলিশ কর্মকর্তাদের সক্রিয় করে তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সীমান্তবর্তী চৌকি ও প্রবেশপথগুলো। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশ দেওয়ার পর ইতোমধ্যে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। তিনি বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা দেওয়ার পর সিলেট রেঞ্জের সব পুলিশ সুপারকে সীমান্তে কড়া সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সীমান্তে যেন কারো অনুপ্রবেশ না ঘটে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আমরা চার পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি। এর আগে ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।  বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে। আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে সিলেটের চার পুলিশ সুপার।
Read Entire Article