ভারত-বাংলাদেশ ম্যাচ: বৃষ্টির সম্ভাবনা কতটুকু?

4 months ago 33

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ভারত গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। সুপার এইটে এবার একে-অপরের মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ সময় রাতে সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ। একুয়েদারের রিপোর্ট অনুযায়ী, সকাল ১০-১১ টার মধ্যে প্রায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর অবশ্য আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্ভাবাস রয়েছে। এমনকি সূর্যের আলোর দেখাও পাওয়া যাবে। কিছুটা ব্যঘাত ঘটলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোপুরি।

অবশ্য অ্যান্টিগায় শুক্রবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ, ওই ম্যাচেও বাধা হয়েছিল বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি আঘাত হানে। শেষে অস্ট্রেলিয়ার ইনিংসে ১১ ওভার ২ বল হওয়ার পর ম্যাচ ডিএলএসে ফল দেওয়া হয়।

এখন অবধি ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটিতে জয় পেয়েছে তারা। ২০১৯ সালে দিল্লিতে ভারতকে হারায় বাংলাদেশ। এবার পরিসংখ্যান নিজেদের পক্ষে বদলাতে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত তাদের।

আইএইচএস/জেআইএম

Read Entire Article