পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সোনা পাচারের চেষ্টা বানচাল করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোনা পাচারের অভিযোগে এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৪ জুন) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের ৬৭ ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় সম্ভাব্য সোনা পাচারের বিষয়ে খবর পায়।
এরপরেই সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির বিএসএফের সব টহল এবং চেকপোস্ট গুলোতে সর্তকতা জারি করা হয়। গত মঙ্গলবার (২৪ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে লক্ষ্মীপুর গ্রাম থেকে একটি সন্দেহজনক মোটরসাইকেল আসতে দেখে বিএসএফের জওয়ানরা।
সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলটিকে আটকানো হয়। মোটরসাইকেলটিকে ভালোভাবে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মোটরসাইকেলের সিট কভারের নিচে প্লাস্টিকের টেপে মোড়ানো দু'টি প্যাকেট দেখতে পান জওয়ানরা। পরীক্ষা করার পর প্যাকেট গুলোতে ১টি সোনার বার এবং ১৬টি সোনার বিস্কুট পাওয়া যায়। মোটরসাইকেল এবং চোরাচালানকারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়িতে আনা হয়।
এসব সোনার বার এবং বিস্কুট বাংলাদেশে থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৪৫১ গ্ৰাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ ৯৪ হাজার ৯৬০ রুপি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাচালানকারী প্রকাশ করেছে যে, লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সোনা পেয়েছিল এবং বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। এই কাজের বিনিময়ে তাকে প্রতি কেজি স্বর্ণের জন্য ১ হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উদ্ধার করা সোনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিডি/টিটিএন