ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের

1 hour ago 3
এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। শনিবার দুবাইয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয় পাকিস্তান দল। তবে হঠাৎ এই পদক্ষেপের কারণ স্পষ্ট করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাধারণত প্রতিটি ম্যাচের আগেই দুই দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে প্রতিনিধি পাঠানো হয়। পাকিস্তান আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমেছিল এবং সে সময় হারিস রউফ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন। এবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বয়কট অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল ইউএই ম্যাচের আগেও। তখনও পাকিস্তান সংবাদ সম্মেলন এড়িয়ে যায়। কারণ হিসেবে বলা হয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে ‘হ্যান্ডশেক বিতর্কে’ আইসিসি যে অ্যান্ডি পাইক্রফটকে নির্দোষ ঘোষণা করে এবং তাকেই ইউএই ম্যাচের রেফারি নিয়োগ করে, সেটি ভালোভাবে নেয়নি পাকিস্তান। ম্যাচটি তখন প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল, কারণ দলীয় কর্মকর্তাদের সঙ্গে পাইক্রফটের দীর্ঘ আলোচনার পর খেলা শুরু হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও ভারত-পাকিস্তান ম্যাচের অফিসিয়াল নিয়োগ ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে, পাইক্রফটই সামনে আসন্ন ম্যাচের রেফারির দায়িত্ব পেতে পারেন। আর এ সম্ভাবনাই হয়তো পাকিস্তানের সংবাদ সম্মেলন বয়কটের অন্যতম কারণ। যদিও সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান, তবে তাদের অনুশীলন সেশন পরিকল্পনা অনুযায়ীই চলছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে সালমান আলি আগার দল। একই সময়ে ভারতেরও ঐচ্ছিক অনুশীলনের সূচি ছিল। তারা আগের দিন ওমানের বিপক্ষে ম্যাচ খেলে এসে মূলত বিশ্রামের পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে হালকা অনুশীলনের সিদ্ধান্ত নেয়।
Read Entire Article