ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

6 hours ago 6
ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে। শুক্রবার (৩১ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যৌথ সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন। চীনকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এই চুক্তিকে ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। হেগসেথ এই চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি আমাদের দুই দেশের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি— আরও গভীর ও অর্থবহ সহযোগিতার রূপরেখা। এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই চুক্তির মাধ্যমে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকের সময় এই প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হয়। I just met with @rajnathsingh to sign a 10-year U.S.-India Defense Framework. This advances our defense partnership, a cornerstone for regional stability and deterrence. We're enhancing our coordination, info sharing, and tech cooperation. Our defense ties have never been pic.twitter.com/hPmkZdMDv2 — Secretary of War Pete Hegseth (@SecWar) October 31, 2025
Read Entire Article