ভারত ‘যুদ্ধের স্ক্রিপ্ট’ আগেই করে রেখেছিল?

3 months ago 44

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ অভিযোগ করেছেন, ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনা একটি ‘পূর্বলিখিত যুদ্ধের চিত্রনাট্য (স্ক্রিপ্ট)’ অনুযায়ী হয়েছে। ইসলামাবাদে ‘ইউম-ই-তাশাক্কুর’ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলো দক্ষিণ এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন এবং এই উত্তেজনা কমাতে মার্কিন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিজওয়ান সাঈদ শেখ বলেন,

ভারতের যুদ্ধের গল্প পরিকল্পিত ছিল এবং তার প্রমাণ মিলছে ঘটনাপ্রবাহে। পুলওয়ামা হামলার পর যা ঘটেছে, তাতে স্পষ্ট — সেই চিত্রনাট্য আগেই লেখা ছিল।

তিনি অভিযোগ করেন, পুলওয়ামার ঘটনার পরপরই ভারতীয় সরকার ও গণমাধ্যম যুদ্ধমুখী প্রচারে নামে। বারবার সতর্ক করার পরও ভারত আগ্রাসনের পথ বেছে নেয় এবং সাধারণ মানুষ, এমনকি নারী ও শিশুদেরও লক্ষ্যবস্তু বানায়।

তিনি আরও বলেন,

ভারতীয় সংসদে ‘অখণ্ড ভারত’ নামে বিতর্কিত মানচিত্র প্রদর্শন করে ভারত প্রমাণ করেছে যে তাদের সম্প্রসারণবাদী মনোভাব রয়েছে।

রাষ্ট্রদূত জানান, পাকিস্তান ২২ এপ্রিল থেকে ভারতের কাছে নির্দিষ্ট প্রমাণ চেয়ে আসছে, কিন্তু ভারত তা দিতে ব্যর্থ হয়েছে। এছাড়াও তিনি বলেন, মসজিদ লক্ষ্য করে হামলা চালানোসহ ভারতের কিছু পদক্ষেপ খুবই উসকানিমূলক ও অশান্তিকর।

এ বক্তব্যে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায়, কিন্তু ভারতের আচরণ শান্তি স্থাপনের পথে বড় বাধা।

তথ্যসূত্র: জিও নিউজ


 

Read Entire Article