ভারত সরকারের প্রতি জামায়াত সেক্রেটারির আহ্বান

3 weeks ago 18

যশোরের বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের সই করা বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে দেখছি যে গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের হত্যা, জুলুম ও নির্যাতনের বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এমন আচরণে প্রমাণিত হচ্ছে যে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারও জন্যই কল্যাণকর হবে না। ভারতের এ ধরনের উসকানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

Read Entire Article