ভারতকে থামাতে অজিদের পরিকল্পনা

3 weeks ago 21

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ভারত। তবে প্রথম টেস্ট হেরে স্বাগতিকরা যে ভয় পাচ্ছে না, সেটা স্পষ্ট করে জানিয়েছেন অজি ফাস্ট বোলার স্কট বোল্যান্ড। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির সেই টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদী কামিন্স। 

প্রথম টেস্টে ২৯৫ রানে হারের পর অজিদের কিছুটা ভয় পাওয়ার কথা। কিন্তু তারা যে মোটেই ভীত নয়, সেটা জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের পাঁচ দিন আগে স্কট বোল্যান্ড জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন না। জশ হ্যাজলউড ইনজুরির কারণে পরের টেস্টে খেলতে পারবেন না। একাদশে আসতে পারেন বোল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের প্রস্তুতি ম্যাচে তিনি ১০ ওভারে ৩৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর তিনি বলেছেন, ‘আমাদের ড্রেসিংরুমে আতঙ্কের পরিবেশ নেই। পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে। দলের পারফরম্যান্সের পাশাপাশি প্রত্যেকের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও আলোচনা হচ্ছে। সবাই সব ম্যাচে ভালো খেলতেই চায়। এটা ঠিক আমরা একটা ম্যাচ হেরেছি। তবু মনে হয় না, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।’

পার্থে সেঞ্চুরি করা ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে বোল্যান্ড বলেছেন, ‘ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলোচনা করেছি। সবার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করেছে। কী পরিকল্পনা হয়েছে, তা বলতে পারব না। আমরা অবশ্যই অন্যভাবে খেলার চেষ্টা করব। প্রথম টেস্টে যশস্বী সত্যিই খুব ভালো ব্যাট করেছে। রাহুলও বেশ ভালো ব্যাট করেছে। আমরা আরও আলোচনা করব সামনের কয়েক দিন। পরিকল্পনায় কিছু বদলও হতে পারে। প্রথম টেস্টে কিন্তু আমরা খুব খারাপ খেলিনি। আমি আত্মবিশ্বাসী, পরের টেস্টে আমরা তার থেকে অনেক ভালো খেলব।’

Read Entire Article