ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে পিসিবি

মাঠে ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা লড়াই, কিন্তু ম্যাচ শেষের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আচরণগত বিতর্ক। দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে দাপুটে জয়ের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের কয়েকজন খেলোয়াড়ের আচরণকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। রোববার আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেই সাফল্য উপলক্ষে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজিত সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে নাকভি জানান, ম্যাচ চলাকালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। পিসিবি চেয়ারম্যান বলেন, “অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। বিষয়টি আমরা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাব। খেলাধুলা ও রাজনীতি কখনোই একসঙ্গে মেশানো উচিত নয়।” দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক স্পর্শকাতর।

ভারতীয় ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে পিসিবি

মাঠে ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা লড়াই, কিন্তু ম্যাচ শেষের পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আচরণগত বিতর্ক। দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে দাপুটে জয়ের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ জানাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের কয়েকজন খেলোয়াড়ের আচরণকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

রোববার আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেই সাফল্য উপলক্ষে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আয়োজিত সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে নাকভি জানান, ম্যাচ চলাকালে ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

পিসিবি চেয়ারম্যান বলেন, “অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা বারবার পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। বিষয়টি আমরা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাব। খেলাধুলা ও রাজনীতি কখনোই একসঙ্গে মেশানো উচিত নয়।”

দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক স্পর্শকাতর। সেই প্রেক্ষাপটে বয়সভিত্তিক টুর্নামেন্টেও এমন আচরণকে নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছে পিসিবি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও কথা বলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি ভারতের আচরণকে সরাসরি ‘নৈতিকতাবিরোধী’ বলে উল্লেখ করেন। সরফরাজের ভাষায়, “ম্যাচে ভারতের আচরণ ক্রিকেটের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তা সত্ত্বেও আমরা জয় উদ্‌যাপন করেছি ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রেখে। ক্রিকেট সবসময়ই সঠিক চেতনায় খেলা উচিত।”

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে ও মাঠের বাইরে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণ বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জয়ের পাশাপাশি এই অবস্থানই পাকিস্তানের ক্রিকেট দর্শনের প্রতিফলন বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow