ভারতীয় চিনি ভর্তি দুটি পিকআপ আটক
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ দুটি ডিআই পিক আপ আটক করেছেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এসময় চোরাচালানে সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলার পশ্চিম আলীরগাও ও ডৌবাড়ি ইউনিয়নের সীমান্তে হাকুরবাজারগ্রামী পাকা রাস্তা থেকে চিনি ভর্তিসহ গাড়ি দুটি আটক করা হয়।
জানা যায়, সন্ধ্যা ৬টায় উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে স্থানীয় জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিকআপ আটক করেছেন ইউএনও। এসময় ইউএনও উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে হাওর-জঙ্গল দিয়ে পালিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। দুটি গাড়িতে ১২০ বস্তা ভারতীয় চিনি জব্দ করতে গোয়াইনঘাট থানার এসআই জাহিদ ঘটনাস্থলে গিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে জানান, হাকুর বাজার এলাকায় জনতার সহায়তায় ১২০ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ডিআই পিক আপ আটক করা হয়েছে। চোরাচালানিরা হাওরের জঙ্গল দিয়ে দৌড়ে পালিয়ে যায়। উপজেলার মজাদপুর ও যাত্রাবার গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে বর্তমানে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।