ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

2 hours ago 3

বাংলাদেশি বক্সার হাসান শিকদার লিখলেন ইতিহাস। ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে তিনি জিতেছেন ডব্লিউবিসি এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের শিরোপা—যা বাংলাদেশের বক্সিং ইতিহাসে প্রথম কোনো ডব্লিউবিসি শিরোপা জয়।

বসুন্ধরার কনভেনশন সেন্টারে এএফ বক্সিং প্রমোশন আয়োজিত ‘এক্স ৩৬০ ফাইট নাইট’–এর রোমাঞ্চকর লড়াইয়ে নবম রাউন্ডে প্রতিপক্ষকে নকআউট করে জয় নিশ্চিত করেন হাসান। ১০ রাউন্ডের উত্তেজনাপূর্ণ ম্যাচে তার এই জয় শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়েও নতুন মাইলফলক।

জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় হাসান বলেন,“দীর্ঘ পাঁচ বছরের কষ্ট আজ স্বার্থক হলো। এ অর্জনকে আমি আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতার শুরু হিসেবে দেখতে চাই। ভবিষ্যতেও দেশকে গর্বিত করার চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে বক্সিংয়ে সুযোগ করে দেওয়ার জন্য এএফ বক্সিং প্রমোশনের চেয়ারম্যান আসাদুজ্জামানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএফ বক্সিং প্রমোশনের কমিশনার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বক্সিং অঙ্গনে কাজ করছেন এবং বাংলাদেশকে ডব্লিউবিসিতে প্রতিনিধিত্ব করাচ্ছেন। দেশের এই ঐতিহাসিক সাফল্যে আশাবাদী হয়ে তিনি মনে করেন, যেভাবে দেশের বক্সিং আগাচ্ছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্য বাংলাদেশ থেকে কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

Read Entire Article