ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

1 month ago 14

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। ভারতের বিমান বাহিনী জানায়, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, বারমেরের আবাসিক এলাকার কাছাকাছি সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ছে।

স্থানীয় কর্মর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারেননি।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Read Entire Article