ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১
অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুরে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ নারী ও ৬ শিশু রয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালনো হয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাংঙ্গা বিওপি সীমান্ত এলাকা থেকে ৭ জন, কুমিল্লপাড়া বিওপি সীমান্ত এলাকা থেকে ৯ জন ও খোসালপুর বিওপি সীমান্ত এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলার বাসিন্দা। এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুরে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৭ নারী ও ৬ শিশু রয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালনো হয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাংঙ্গা বিওপি সীমান্ত এলাকা থেকে ৭ জন, কুমিল্লপাড়া বিওপি সীমান্ত এলাকা থেকে ৯ জন ও খোসালপুর বিওপি সীমান্ত এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা জেলার বাসিন্দা।
এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?