ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

ভারতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চলমান ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আইসিসির প্রতিনিধি হিসেবে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ভারতের ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে শরফদ্দৌলাকে দেখা যায়। বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়, বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে বিসিবির অনাগ্রহ এবং কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের আইপিএল ছাড়পত্র সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে। এ নিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, শরফদ্দৌলার ক্ষেত্রে বিসিবির কাছ থেকে কোনো অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার প্রয়োজন নেই। কারণ তিনি আইসিসির চুক্তিভিত্তিক (contracted) আম্পায়ার। ইফতেখার রহমান বলেন, “শরফদ্দৌলা আইসিসির কন্ট্রাক্টেড আম্পায়ার। তিনি বিসিবির সঙ্গে কন্ট্রাক্টেড নন। আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট থাকলে স্বয়ংক্রিয়ভাবে তিনি আমাদের দায়িত্ব থেক

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি
ভারতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চলমান ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আইসিসির প্রতিনিধি হিসেবে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ভারতের ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে শরফদ্দৌলাকে দেখা যায়। বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়, বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে বিসিবির অনাগ্রহ এবং কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের আইপিএল ছাড়পত্র সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে। এ নিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, শরফদ্দৌলার ক্ষেত্রে বিসিবির কাছ থেকে কোনো অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার প্রয়োজন নেই। কারণ তিনি আইসিসির চুক্তিভিত্তিক (contracted) আম্পায়ার। ইফতেখার রহমান বলেন, “শরফদ্দৌলা আইসিসির কন্ট্রাক্টেড আম্পায়ার। তিনি বিসিবির সঙ্গে কন্ট্রাক্টেড নন। আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট থাকলে স্বয়ংক্রিয়ভাবে তিনি আমাদের দায়িত্ব থেকে ছুটিতে থাকবেন। এখানে অনুমতি দেওয়ার বা না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।” উল্লেখ্য, শরফদ্দৌলা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কয়েকটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। একই সঙ্গে তিনি বর্তমানে বিসিবির আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ—যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা—সেখানে ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যেতে পারে শরফদ্দৌলাকে। তার সঙ্গে আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল-এরও দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow