ভারতে এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

10 hours ago 4

ভারতের দিল্লিতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিডি মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় এখন তা নিভিয়ে ফেলা হয়েছে। 

রাজধানীর বিশম্ভর দাস মার্গে ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট রাজ্যসভার সংসদ সদস্যদের আবাসিক কমপ্লেক্স। দুপুর ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস বিভাগ আগুন লাগার খবর পায়। একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, খবর পেয়ে ৬টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, অ্যাপার্টমেন্টের ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না। ট্যাঙ্ক এবং পাইপলাইনে কোনো পানি ছিল না। একজন বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছেন, আগুন দেখার পর আমরা অগ্নিনির্বাপক ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো পানি ছিল না। ফায়ার হাইড্রেন্টটি কাজ করছিল না।

প্রচারিত ছবিতে অ্যাপার্টমেন্টগুলোর নিচের দুই তলায় কাঠামোগত ক্ষতি দেখা গেছে। ভেতরে আলামত সংগ্রহে কাজ করছে কয়েকটি সংস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। এর পেছনে কেউ জড়িত থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। 

Read Entire Article