ভারতে গাড়ি থামানোয় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

1 month ago 26

ভারতে রাস্তায় টহলরত অবস্থায় এক পুলিশকে কুপিয়ে হত্যা করেছে তিন ব্যক্তি। স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) ভোরে দেশটির রাজধানী দিল্লির গোবিন্দপুরী এলাকার আর্য সমাজ মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কিরণপাল সিং নামে ওই পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর তৃতীয় অভিযুক্তকে ধরতে রোববার (২৪ নভেম্বর) অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এরপর পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়।

শনিবার ভোরে আর্য সমাজ মন্দিরের কাছে টহলরত কনস্টেবল সন্দেহজনক আচরণ দেখে তিন যুবককে থামান। একপর্যায়ে তাদের স্কুটারের চাবি নিয়ে নেন তিনি। এরপরই ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল কিরণকে আঘাত করে পালিয়ে যান ওই তিনজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পুলিশ সদস্যকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরপরই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ অপরাধদমন শাখা। শনিবারই দুজনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশের একটি দল। সে সময় তৃতীয় জন পলাতক ছিলেন।

রোববার সকালে তৃতীয় অভিযুক্তকে ধরতে অভিযান চালায় স্থানীয় পুলিশ ও অপরাধদমন শাখার যৌথ দল। অভিযুক্তকে ঘিরে ফেলা হলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়। কী কারণে তারা কনস্টেবলকে হত্যা করেছেন ও কী উদ্দেশ্য নিয়ে তারা গোবিন্দপুরী এলাকায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Read Entire Article