ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা জানিয়ে ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না বলে আইসিসিকে চিঠি দেয় বিসিবি।  বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়। এখন পর্যন্ত ভারত সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে ভারত সরকারের ভাবনা জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ভার বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে। তবে তারা সব অংশগ্রহণকারী দেশকেই উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।  প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিরর্তনের সিদ্ধান্ত নেয় সেটিই একান্ত বাংলাদেশের ব্যাপার-এমনটিই মনে করছে  ভারত সরকার।  ‘টাইমস অব ইন্ড

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা জানিয়ে ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না বলে আইসিসিকে চিঠি দেয় বিসিবি।  বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়। এখন পর্যন্ত ভারত সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে ভারত সরকারের ভাবনা জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ভার বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে। তবে তারা সব অংশগ্রহণকারী দেশকেই উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।  প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিরর্তনের সিদ্ধান্ত নেয় সেটিই একান্ত বাংলাদেশের ব্যাপার-এমনটিই মনে করছে  ভারত সরকার।  ‘টাইমস অব ইন্ডিয়া’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।’  দেশটির সরকারি সূত্র বলেছে, ‘বাংলাদেশ দল খেলতে এলে তাদের পুরোপুরি নিরাপত্তা প্রদান করা হবে। ভারত সবসময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তারা আসবে কি না– এ সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের। বল এখন তাদের কোর্টে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow