ভারতে জুমার নামাজের বিরতি তুলে দেওয়ায় জামায়াতের নিন্দা
ভারতের আসাম প্রদেশে মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে মাওলানা এটিএম মাছুম বলেন, ভারতের আসাম প্রদেশের বিধানসভার অধিবেশনে মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসাম বিধানসভা এ সিদ্ধান্ত গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিদ্ধান্তই কার্যকর করল। অথচ আসাম বিধানসভায় বিগত ৯০ বছর যাবৎ মুসলমানদের জুমার নামাজ আদায়ের জন্য দুই ঘণ্টা বিরতি দেওয়ার বিধান চালু রয়েছে। আসাম সরকার সেই বিধান লঙ্ঘন করে মুসলমানদের প্রতি অন্যায় করেছে। আসামের বিধানসভার এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে তিনি বলেন, এ সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানদের ধর্মীয় অধিকারে বাধা দিয়ে আসামের বিধান সভা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের সরকার মানুষের ধর্মীয় অধিকারে বাধা দিতে পারে না। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আসাম বিধান সভার ইসলামবিদ্বেষী মনোভাব নগ্নভাবে প্রকাশিত হলো। আসাম বিধান সভা ইসলামবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আসাম বিধান সভার এ অন্যায়, অগণতান্ত্রিক ও ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি আসাম সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐ সিদ্ধান্ত প্রত্যাহারে আসামের সরকারকে বাধ্য করার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানান তিনি।