ভারতে টানেল ধসের ৬ দিন, এখনো উদ্ধার হয়নি আটকে পড়া ৮ শ্রমিক

3 hours ago 4

ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানেল ধসের ঘটনায় ছয়দিন হয়ে গেছে। কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আটকে পড়া আট শ্রমিককে। উদ্ধারকর্মীরা টানেলের ভেতরে থাকা টানেল বোরিং মেশিন ও অন্যান্য বাধাগুলো সরানোর কাজ শুরু করেছেন।

নাগারকুরনুল জেলার পুলিশ সুপার বৈভব গায়কোয়াড জানান, টানেলের ভেতরে ক্ষতিগ্রস্ত কনভেয়র বেল্ট মেরামতের কাজ চলছে। এটি ধ্বংসাবশেষ অপসারণে সহায়ক হবে। তিনি বলেন, এরই মধ্যে গ্যাস কাটার মেশিন ভেতরে পাঠানো হয়েছে। এমনকি রাতে কিছু কাটার কাজ করা হয়েছে।

আরও পড়ুন>>

তেলেঙ্গানার মন্ত্রী উত্তম কুমার রেড্ডি জানিয়েছেন, ভেতরে আটকে থাকা টানেল বোরিং মেশিন টুকরো টুকরো করে কেটে ফেলা হবে। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাট মাইনার এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল নতুন করে উদ্ধার প্রচেষ্টা চালাবে। তবে তারা আগে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে।

অন্যদিকে, শ্রমিকদের আতংক নিয়ে প্রশ্নের জবাবে এক সরকারি কর্মকর্তা বলেন, এ ধরনের দুর্ঘটনার পর কিছুটা আতংক সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে প্রকল্পের শ্রমিকদের জন্য আবাসিক ক্যাম্প নির্মাণ করা হয়েছে। কেউ কেউ হয়তো ফিরে যেতে চাইছেন, তবে এখন পর্যন্ত শ্রমিকদের গণহারে চলে যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।

গত ২২ ফেব্রুয়ারি নাগারকুরনুলে অবস্থিত টানেলটিতে একটি লিক মেরামতের সময় ধসের ঘটনা ঘটে। উপস্থিত শ্রমিকদের বেশিরভাগ বেরিয়ে আসতে সক্ষম হলেও আটজন আটকা পড়েন। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে আটকে পড়াদের আজ উদ্ধার করা সম্ভব হবে কি না সে বিষয়ে পুলিশ সুপার কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: এনডিটিভি
কেএএ/

Read Entire Article