ভারতে টানেলে আটকা ৮ কর্মীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম

3 hours ago 4

ভারতের তেলেঙ্গানায় ধসে পড়া টানেলে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা ৮ কর্মীকে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছে কর্তৃপক্ষ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নাগারকুর্নুলের শ্রীশাইলম বাঁধের পেছনের টানেলে একটি ছিদ্র মেরামত করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় টানেলটির কিছু অংশ ভেঙে পড়ে।

তেলেঙ্গানার একজন প্রতিমন্ত্রীর বরাতে এনডিটিভি জানিয়েছে, ময়লা ও পানির স্তূপের জন্য উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। এতে অনেক সময় অতিবাহিত হওয়ায় শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে কিছু শ্রমিক নাগারকুর্নুলের শ্রীশৈলম বাঁধের পিছনে ৪৪ কিলোমিটার প্রস্তাবিত টানেলের ভিতরে একটি ছিদ্র মেরামত করতে যান। এ সময় টানেলটি ভেঙে পড়লে অধিকাংশ কর্মী দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও আটজন ভিতরে আটকা পড়ে। শনিবার থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উদ্ধার অভিযান তদারকি করছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণা রাও। গণমাধ্যমকে তিনি বলেছেন, আটকে পড়া আটজনের মধ্যে চারজন শ্রমিক ও চারজন নির্মাণ সংস্থার কর্মচারী।

সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাষ্ট্রীয় সংস্থাগুলি এরইমধ্যে উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। নৌবাহিনীর কমান্ডোরাও তাদের সহায়তা করতে এসেছেন।

তিনি আরও জানান, ২০২৩ সালে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল দুর্ঘটনায় উদ্ধার অপারেশনের বীর দলের ছয় সদস্যও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। টানেলের মুখ থেকে কমপক্ষে ১৩ কিলোমিটার দূরে এই ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা তাদের ১০০ মিটার কাছাকাছি পৌঁছে গেছে।

মন্ত্রী কৃষ্ণা রাও বলেছেন, সুড়ঙ্গের ভিতরে অনেক কাদামাটির অনেক উঁচু স্তূপ জমে যাওয়ায় হাঁটা অসম্ভব হয়ে গেছে। যদিও (আটকে পড়া কর্মীদের) বেঁচে থাকার সম্ভাবনা খুব কম কিন্তু আমরা আশাবাদী। কোনো চেষ্টাই বাদ রখছি না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে ফোন করে উদ্ধার অভিযানের বিষয়ে খোঁজ খবর নেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্ধার অভিযানে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

রোববার রাতে মুখ্যমন্ত্রী রেড্ডির অফিস গণমাধ্যমকে জানিয়েছে, তিনি ক্রমাগত পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে খবর নিচ্ছেন। সেই সঙ্গে তিনি টানেলের ভিতর থেকে দ্রুততার সঙ্গে পানি নিষ্কাশন ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Read Entire Article