ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ওপর পাল্টা চাপ বাড়ালেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার স্পষ্ট মন্তব্য— এই সিদ্ধান্তে ভারতের কিছু যাবে-আসবে না, বরং বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় আজহারউদ্দিন বলেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলার কোনো যৌক্তিক কারণ নেই। তার ভাষায়, “ভারতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। কোনো বিদেশি দল কখনো নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি। তারা যদি না আসে, সেটি তাদের খেলোয়াড় ও ক্রিকেটের জন্যই বড় ক্ষতি হবে।” ভারতের নিরাপত্তা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, বর্তমানে নিউজিল্যান্ড ভারতে খেলছে এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকাও সফর শেষ করেছে। এসব উদাহরণ ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর আন্তর্জাতিক আস্থারই প্রতিফলন বলে মনে করেন তিনি। বিশ্বকাপের ভেন্যু বদলানোর দাবিকেও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন আজহারউদ্দিন। “বিশ্বকাপের মতো বড় আসরে হঠাৎ করে ম্যাচের ভেন্যু বদলানো যায় না। সূচি চূড়ান্ত হওয়ার পর তা পরিবর্তন করা খুবই কঠিন,” বলেন তিনি। এর

ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের ওপর পাল্টা চাপ বাড়ালেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার স্পষ্ট মন্তব্য— এই সিদ্ধান্তে ভারতের কিছু যাবে-আসবে না, বরং বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশই।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় আজহারউদ্দিন বলেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ তোলার কোনো যৌক্তিক কারণ নেই। তার ভাষায়, “ভারতে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। কোনো বিদেশি দল কখনো নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি। তারা যদি না আসে, সেটি তাদের খেলোয়াড় ও ক্রিকেটের জন্যই বড় ক্ষতি হবে।”

ভারতের নিরাপত্তা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, বর্তমানে নিউজিল্যান্ড ভারতে খেলছে এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকাও সফর শেষ করেছে। এসব উদাহরণ ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর আন্তর্জাতিক আস্থারই প্রতিফলন বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের ভেন্যু বদলানোর দাবিকেও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন আজহারউদ্দিন।

“বিশ্বকাপের মতো বড় আসরে হঠাৎ করে ম্যাচের ভেন্যু বদলানো যায় না। সূচি চূড়ান্ত হওয়ার পর তা পরিবর্তন করা খুবই কঠিন,” বলেন তিনি।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে ভারতে নির্ধারিত ম্যাচগুলো অন্য দেশে সরাতে অস্বীকৃতি জানায়। এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দেন, আইসিসির সিদ্ধান্ত সত্ত্বেও বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও একই ভেন্যুতে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow