ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি: ‘এক ইঞ্চিও পিছু হটব না’

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আইসিসি–এর সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সেও একই দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি—বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে হবে। বিসিবির পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বোর্ড জানায়, ভারতে ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ আগের মতোই বহাল। মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছি। আমরা পজিটিভ থাকলেও অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে—আলোচনার দরজা খোলা আছে।” বিসিবির আগের বিবৃতিতেও জানানো হয়েছিল, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত। একই সঙ্গে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো য

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি: ‘এক ইঞ্চিও পিছু হটব না’

আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আইসিসি–এর সঙ্গে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সেও একই দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিবি—বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে হবে।

বিসিবির পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে বোর্ড জানায়, ভারতে ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ আগের মতোই বহাল।

মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছি। আমরা পজিটিভ থাকলেও অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে—আলোচনার দরজা খোলা আছে।”

বিসিবির আগের বিবৃতিতেও জানানো হয়েছিল, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত। একই সঙ্গে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়।

অন্যদিকে, আইসিসির অবস্থান হলো—টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং অংশগ্রহণকারী দলগুলোর উচিত নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোনো। তারা বিসিবিকে অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সেই আহ্বান গ্রহণের কোনো সম্ভাবনা নেই।

সব মিলিয়ে, বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও ভেন্যু–সংক্রান্ত এই অচলাবস্থা এখনও কাটেনি। আলোচনা চলবে বলে উভয় পক্ষই জানালেও, বাংলাদেশের অবস্থান যে কঠোর—তা স্পষ্ট করে দিয়েছে বিসিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow