ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

4 days ago 8

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ

বিজিবি জানায়, বাংলাবাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি। সেই অভিযানের বিষয়ে চোরাকারবারিরা টের পেয়ে ৮৮৫ কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, দোয়ারা বাজারের বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। পরে মাছগুলো সকালের দিকে জব্দ করা হয়।

লিপসন আহমেদ/জেডএইচ/এমএস

Read Entire Article