ভারতে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ

1 month ago 14

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের সব সীমান্ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। তার ধারাবাহিকতায় বুধবার সকালে বাংলাবাজার বিওপির ঘিলাতলী সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ ভারতে পাচারের সময় অভিযান চালানো হয়। এসময় মাছ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে মাছগুলো জব্দ করে বিজিবি। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ ব্যবসা না করতে পারে সেজন্য নজরদারি বাড়িয়েছি। আজকে সকালেও সীমান্তে অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

লিপসন আহমেদ/জেডএইচ/জিকেএস

Read Entire Article