কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল হক।
আটক যুবকের নাম বাদশা বাবু (১৯)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের ১০৬২ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় মোল্লারচর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাবুকে আটক করে।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।