ভারতে পালিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

1 month ago 29

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্টু কুমার কর আটক হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) বন্দর এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।

নান্টু কুমার কর চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি নান্টু কুমার কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেফতার দেখানো হবে না।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

Read Entire Article