ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননা-ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। একইসঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুটি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এ দাবি জানান।
বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা বলেন, এই ধরনের হামলা বাংলাদেশ ও ভারতের মতো দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মৈত্রীর ভিত্তি ক্ষতিগ্রস্ত করে এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয়, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের সঙ্গে যায় না।