ভারতে বাসের ভেতরে ধর্ষণ, ১০০ মিটারের মধ্যেই ছিল পুলিশ স্টেশন

3 hours ago 4

ভারতের পুনেতে বাসের ভেতর ২৬ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে, যেখানে বাসটি পুনের স্বরগেট পুলিশ স্টেশনের মাত্র ১০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল। এ ঘটনায় পুনেজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জনগণ দ্রুত বিচার ও দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম দত্তাত্রেয় রামদাস (৩৬), যার বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে, তবে এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তকে ধরতে আটটি বিশেষ দল গঠন করা হয়েছে ও একটি প্রশিক্ষিত ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী সাতারা জেলার ফলটান গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে এসেছিলেন। ভোর ৫টা ৪৫ থেকে ৬টা ৩০ এর মধ্যে এই বর্বরোচিত অপরাধ সংঘটিত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত রামদাস প্রথমে ওই নারীর সঙ্গে কথা বলেন ও তাকে ‘দিদি’ বলে সম্বোধন করেন। এরপর তিনি জানতে চান, নারীটি কোথায় যাবেন ও জানান যে বাসটি তাকে গন্তব্যে পৌঁছে দেবে। বাসের ভেতর আলো না থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে রামদাস বলেন, অন্যান্য যাত্রীরা ঘুমিয়ে আছে, তাই আলো নিভিয়ে রাখা হয়েছে।

নারী বাসে প্রবেশ করার পর, অভিযুক্ত দ্রুত দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তার এক বান্ধবীর সঙ্গে থাকা আরেকটি বাসে উঠে ঘটনার বিস্তারিত জানান। বান্ধবী তাকে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন।

অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত এফআইআর দায়ের করে ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্ত শুরু করে। কীভাবে ও কেন বাস ডিপো কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে সচেতন ছিল না এবং কীভাবে বাস স্ট্যান্ডে এ ধরনের অপরাধ সংগঠিত হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বরগেট বাস স্ট্যান্ড মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশন পরিচালিত অন্যতম বৃহত্তম বাস স্ট্যান্ড।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ও সভ্য সমাজের জন্য লজ্জাজনক। অভিযুক্তের অপরাধ ক্ষমার অযোগ্য এবং তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমি পুনে পুলিশ কমিশনারকে এই ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিতে ও অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছেন ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা নিশ্চিত করবো যে অভিযুক্তকে কঠোরতম আইনি শাস্তির আওতায় আনা হয়েছে।

নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ও রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যানকে ভুক্তভোগী নারীর জন্য ন্যায়বিচার, মানসিক সহায়তা ও সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এদিকে এ ঘটনায় মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলো এই ঘটনার জন্য সরকারকে দায়ী করছে ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে।

মহারাষ্ট্র কংগ্রেস প্রধান হর্ষবর্ধন সাপকালে বলেছেন, রাজ্যে ধর্ষণের ঘটনা বাড়ছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা মহারাষ্ট্রেও ঘটছে, অথচ সরকার শুধুমাত্র নারীদের জন্য বিনামূল্যে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে।

এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে বলেছেন, স্বরগেট বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে পুলিশের নিয়মিত টহল থাকার কথা। কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে অপরাধীরা পুলিশকে ভয় পায় না। সরকারের স্বরাষ্ট্র দপ্তর পুনেতে অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতারা স্বরগেট বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এক ভিডিওতে দেখা গেছে, শিবসেনার নেতা বসন্ত মোড়ে ও অন্য নেতারা বাস স্ট্যান্ডের অফিসের ভাঙা জানালার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

Read Entire Article