‘ভারতে বিদেশিরা সমান অধিকার চাইতে পারেন না’

1 month ago 12

ভারতে বিদেশি নাগরিকেরা ভারতীয় নাগরিকদের মতো একই অধিকার ও সুযোগ-সুবিধা দাবি করতে পারেন না। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলার রায়ে এই মন্তব্য করেছেন দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত।

মুম্বাইয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার বলেছেন, আমি মনে করি, যদি এই ধরনের উদারতা দেখানো হয়, তবে এটি জাতীয় নিরাপত্তা, এমনকি ভারতীয় নাগরিকদের বৈধ অধিকারের জন্যও বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, ওই মামলায় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ থাকার কথা উল্লেখ নেই প্রতিবেদনে।

আদালত বলেছেন, মোহম্মদ মোলিয়া নামে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক সেজে দেশটিতে বসবাস করছিলেন। এ কারণে তাকে দোষী সাব্যস্ত করে একটি ‘ন্যায্য সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত’ করা যেতে পারে।

অন্য কোনো মামলার আসামি না হলে এই দণ্ডভোগ শেষে মোলিয়াকে নিজ দেশে ফেরত পাঠানো যেতে পারে বলেও উল্লেখ করেছেন মুম্বাইয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

কেএএ/

Read Entire Article