ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

ভারতের রাজস্থানের টঙ্ক জেলায় একটি মারুতি সিয়াজ গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটির ভেতর ইউরিয়া সারের বস্তার আড়ালে লুকানো বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়। পুলিশ জানায়, গাড়িটি থেকে প্রায় ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ছয়টি সেফটি ফিউজ তারের বান্ডিল উদ্ধার করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১০০ মিটার। বারোনি থানার এলাকায় গাড়িটি আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী বুন্দি থেকে টঙ্কে সরবরাহের জন্য নেওয়া হচ্ছিল। এ ঘটনায় সুরেন্দ্র মোচি ও সুরেন্দ্র পাতওয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিস্ফোরকগুলো অবৈধ কার্যকলাপে, বিশেষ করে বেআইনি খনন কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। টঙ্কের উপ-পুলিশ সুপার মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

ভারতের রাজস্থানের টঙ্ক জেলায় একটি মারুতি সিয়াজ গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটির ভেতর ইউরিয়া সারের বস্তার আড়ালে লুকানো বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, গাড়িটি থেকে প্রায় ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ছয়টি সেফটি ফিউজ তারের বান্ডিল উদ্ধার করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১০০ মিটার। বারোনি থানার এলাকায় গাড়িটি আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী বুন্দি থেকে টঙ্কে সরবরাহের জন্য নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় সুরেন্দ্র মোচি ও সুরেন্দ্র পাতওয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিস্ফোরকগুলো অবৈধ কার্যকলাপে, বিশেষ করে বেআইনি খনন কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

টঙ্কের উপ-পুলিশ সুপার মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট একটি সাদা স্ফটিকজাত রাসায়নিক পদার্থ, যা সাধারণত সার হিসেবে ব্যবহৃত হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়। গত মাসে দিল্লির লালকেল্লার কাছে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণেও এই রাসায়নিকসহ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহারের তথ্য পাওয়া যায়। ওই ঘটনায় ১৫ জন নিহত হন। তদন্তকারীরা ধারণা করছেন, আত্মঘাতী হামলাকারী উমর-উন-নবি বিস্ফোরক যন্ত্রটি সঠিকভাবে সংযোজন না করায় বিস্ফোরণ ঘটে।

একই দিনে দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদ থেকেও প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow