ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু
ভারতের কেরালায় বিরল মস্তিষ্কের সংক্রমণ প্রাইমারি অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস (পিএএম) এ আক্রান্ত হয়ে চলতি বছর অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজ।
রোগটি ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত। এ রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ জনের দেহে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রোগটির বিস্তার রোধ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মতে, এই অ্যামিবা সাধারণত উষ্ণ মিঠা পানিতে, বিশেষ করে অযত্নে রাখা সুইমিং পুল, লেকে বাস করে। নাক দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে এটি সরাসরি মস্তিষ্কে চলে যায়। পরে মস্তিষ্কের কোষ ধ্বংস করতে শুরু করে। এ কারণেই এটিকে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ বলা হয়।
২০১৬ সালে কেরালায় প্রথমবার পিএএম শনাক্ত হয়েছিল। এরপর থেকে গত এক দশকে কেরালার বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
পিএএম-এর লক্ষণগুলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতোই। মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব এবং বমি। রোগ নির্ণয় কঠিন হওয়ায় মৃত্যুর হার অত্যন্ত বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব।