ভারতে যাওয়ার পথে সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আটক

1 month ago 28

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে খুলনার শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।

আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসহ একাধিক ব্যবসা রয়েছে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আমজাদ হোসেন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জাগো নিউজকে জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন কোনো ব্যক্তি যাতে ভোমরা বন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারতে যেতে না পারেন, সেজন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

Read Entire Article