ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। পরবর্তীতে মামলার তথ্য যাচাই করে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রাসেল পাঠান ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মো. রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে পাওয়া যায়। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা। পরবর্তীতে মামলার তথ্য যাচাই করে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow