ভারতে সিকিউরিটি গার্ডের পর এবার গ্রেফতার ইউটিউবার

3 months ago 65

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার এক নারী ইউটিউবারকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ৩৩ বছর বয়সী ওই ভ্লগারের নাম জ্যোতি মালহোত্রা। তিনিসহ মোট ছয়জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি অভিযোগে মামলা করা হয়েছে।

গ্রেফতার জ্যোতি মালহোত্রা ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। ইনস্টাগ্রামে তার প্রোফাইলে অনুসারীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজারের বেশি। জ্যোতির সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, বাইক রাইড ও একা ভ্রমণের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। তিনি ভারত ছাড়াও পাকিস্তান, ভুটান, ইন্দোনেশিয়া ও চীন ভ্রমণ করেছেন।

আরও পড়ুন>> 

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২০২৩ সালে জ্যোতি প্রথম পাকিস্তানে ভ্রমণ করেন একটি কমিশন এজেন্টের মাধ্যমে পাওয়া ভিসায়। সেই সফরের সময় দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং ওই কর্মকর্তা তাকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত করেন।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরের পরও জ্যোতি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং ভারতীয় সেনাবাহিনীর গোপন তৎপরতা ও অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করেন। তদন্তকারীদের দাবি, হরিয়ানা ও পাঞ্জাবে বিস্তৃত একটি গুপ্তচর চক্রের অংশ তিনি।

পাকিস্তানে তিনি দ্বিতীয়বার সফরের সময় এহসান-উর-রহিমের ঘনিষ্ঠ সহযোগী আলি আহওয়ানের অতিথি হিসেবে ছিলেন। সেখানে তিনি লাহোরের অনারকলি বাজার, কাটাস রাজ মন্দিরসহ বিভিন্ন এলাকা থেকে ভিডিও ও রিল পোস্ট করেন। এক ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘ইশক লাহোর’, যা ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ উসকে দেয়।

জ্যোতি মালহোত্রা ২০২৪ সালে কাশ্মীর সফর করেন এবং ডাল লেক ও শ্রীনগর-বানিহাল রেলপথ থেকে ভিডিও পোস্ট করেন। তদন্তকারীরা আরও দাবি করেছেন, তিনি এক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান এবং সেই ব্যক্তির সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে সফরও করেন।

গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিমকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রাকে।

এর আগে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল একজন নিরাপত্তারক্ষীকে (সিকিউরিটি গার্ড)। ধৃত ব্যক্তির নাম নওমান ইলাহী (২৪)। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা এবং হরিয়ানায় একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

Read Entire Article