ভারতে সুড়ঙ্গে আটকেপড়াদের জীবন অনিশ্চিত

6 hours ago 4
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নাগারকুর্নুল জেলায় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া আট শ্রমিকের জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, যা তাদের ভাগ্যকে আরও অনিশ্চিত করে তুলেছে।  শ্রীশৈলম লেফট ক্যানেল (এসএলবিসি) প্রকল্পের এক অংশ হঠাৎ ধসে পড়লে সেখানে কাজ করা প্রায় ৫০ শ্রমিকের মধ্যে আটজন আটকে পড়েন। বাকিরা বের হয়ে আসতে পারলেও আটজন ভিতরে আটকা পড়েন। তাদের মধ্যে দুজন প্রকৌশলী, দুজন কারিগরি কর্মী ও চারজন শ্রমিক রয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছে, ধসে পড়া অংশটি দুর্গম হওয়ায় তাদের উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে নতুন পথ তৈরি করে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে উদ্ধার অভিযান এখনো সফল হয়নি এবং আটকে পড়া শ্রমিকদের ভাগ্য অনিশ্চিত।
Read Entire Article