ভারতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৭

2 weeks ago 18

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর দিনদিগুল এলাকার ত্রিচি রোডে বৃহস্পতিবার রাতে একটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, হাসপাতালের রিসিপশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টার দিকে সিটি হাসপাতাল নামের একটি অর্থোপেডিক হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটে। এরপর দ্রুত তা হাসপাতালের পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে শ্বাসকষ্টের কারণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। 

দিনদিগুলের কালেক্টর এমএন পুনগদি বলেন, ভবনের লিফটে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাসপাতালের আরও অন্তত ২৯ রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

Read Entire Article