ভারতে হেনস্তার শিকার মার্কিন গায়ক একন

ভারতের ওড়িশায় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন মার্কিন তারকা একন। তুমুল ভিড়ের মাঝে গান শোনাতে এসে নিজেই হয়ে পড়লেন ‘হেনস্তা’র শিকার। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সেই ঘটনার ভিডিও, আর নিন্দার ঝড় উঠেছে চারদিকে। সুরের মঞ্চে এমন বিশৃঙ্খলা—প্রশ্নের মুখে আয়োজনকারীরা।    ভারতীয় গণমাধ্যমের এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মনে মাইক্রোফোন হাতে গাইছেন একন। সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে বহু অনুরাগী। তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন কেউ। আবার কেউবা তার প্যান্ট ধরে টান দিচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাস। বেশ বিব্রতবোধ করছেন গায়ক। বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্যান্ট তোলার চেষ্টা করছেন গায়ক। তবে গান গাওয়া বন্ধ করেননি একন। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ামাত্রই নানা মহলে উঠেছে নিন্দার ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে দেশের অনুষ্ঠানে বিদেশি গায়কের ‘হেনস্তা’ কার্যত দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলছেন, অত্য়ুৎসাহী অনুরাগীদের অনুষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া উচিত ছিল। কারও

ভারতে হেনস্তার শিকার মার্কিন গায়ক একন

ভারতের ওড়িশায় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলার রেশ কাটতে না কাটতেই ভারতে এসে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন মার্কিন তারকা একন। তুমুল ভিড়ের মাঝে গান শোনাতে এসে নিজেই হয়ে পড়লেন ‘হেনস্তা’র শিকার। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল সেই ঘটনার ভিডিও, আর নিন্দার ঝড় উঠেছে চারদিকে। সুরের মঞ্চে এমন বিশৃঙ্খলা—প্রশ্নের মুখে আয়োজনকারীরা। 

 

ভারতীয় গণমাধ্যমের এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মনে মাইক্রোফোন হাতে গাইছেন একন। সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে বহু অনুরাগী। তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছেন কেউ। আবার কেউবা তার প্যান্ট ধরে টান দিচ্ছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাস। বেশ বিব্রতবোধ করছেন গায়ক। বারবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্যান্ট তোলার চেষ্টা করছেন গায়ক। তবে গান গাওয়া বন্ধ করেননি একন।

এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ামাত্রই নানা মহলে উঠেছে নিন্দার ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে দেশের অনুষ্ঠানে বিদেশি গায়কের ‘হেনস্তা’ কার্যত দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলছেন, অত্য়ুৎসাহী অনুরাগীদের অনুষ্ঠান থেকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া উচিত ছিল। কারও মতে, আর কোনোদিন কোনো বিদেশি গায়ক, দেশে অনুষ্ঠান করতে আসার আগে এই ঘটনা দেখলে আতঙ্কে শিউরে উঠবেন। কেউ অনুষ্ঠান করতে না এলেও, অবাক হওয়ার কিছুই থাকবে না। আদতে একজন বিদেশি গায়কের কাছে ভুল বার্তা পৌঁছল বলেই দাবি কারও কারও। 

উল্লেখ্য, গত ৯ নভেম্বর ভারতের মাটিতে পা রাখেন একন। ওইদিন তিনি পৌঁছান দিল্লিতে। ১৫ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান ছিল। এটিই ছিল এবার ভারত সফরের শেষদিনের অনুষ্ঠান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow