ভারতে ২৪২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

3 months ago 57

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই একটি আবাসিক এলাকায় গিয়ে ভেঙে পড়ে।

বৃহস্পতিবার এক শোক বার্তায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই শোক জানান।

শোক বার্তায় অধ্যাপক পরওয়ার বলেন, আজ দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানটিতে ক্রুসহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমি নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভারতের সরকার ও জনগণ যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারেন, আমরা সেই প্রার্থনা করি।’

এএএম/বিএ/জেআইএম

Read Entire Article