ভারতেই প্রথমবারের মতো বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭

3 months ago 10

ভারতের গুজরাটের আগে আর কখনোই বোয়িং ৭৮৭ প্লেন এভাবে ভেঙে পড়েনি। প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল মার্কিন সংস্থা বোয়িং। ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের প্লেনে ১০০ কোটি যাত্রী বহন করার মাইলফলক অর্জন করে তারা।

সেই উপলক্ষে বোয়িং জানিয়েছিল, তাদের তৈরি ১ হাজার ১৭৫টি বোয়িং ৭৮৭ প্লেন ৫০ লাখ উড়ান অপারেট করেছে, সেগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘণ্টা।

এই ঘটনাটি বোয়িংকে এত বড় ধাক্কা দিলো এমন একটা সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ প্লেন একের পর এক ভেঙে পড়াসহ নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।

গুজরাটের দুর্ঘটনার পরে বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং চেষ্টা করছে আরও তথ্য জানতে।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

Read Entire Article