ভারতের এই হামলাকে কাপুরুষতা বললেন পাকিস্তানি অভিনেত্রী

5 months ago 42
কাশ্মীর ইস্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। এর মধ্যেই বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এখন পর্যন্ত এ হামলায় শিশুসহ ২৬ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। ‘অপারেশন সিঁদুর’- নামে এ ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের শোবিজ অঙ্গনের তারকারা। পার্থনা করছেন এ যুদ্ধ বন্ধের। খবর : দ্য এক্সপ্রেস ট্রিবিউন  পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে এ হামলা নিয়ে লিখেছেন, ‘ভারত রীতিমতো কাপুরুষের পরিচয় দিয়েছে। সাধারণ মানুষগুলো প্রাণ হারাল। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন।’ অভিনেত্রী হানিয়া আমিরও এ হামলা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমার এখন কিছু বলার ভাষা নেই। একজন শিশু মারা গেছেন, তার পরিবারও ভুগছে। এর কারণ, তারা নিরুপায় ছিল। এমন অবস্থায় হামলা স্পষ্টত নিষ্ঠুরতা। আপনারা নিরপরাধ মানুষের ওপর হামলা করতে পারেন না। এটা কাপুরুষতা, এটাকে শক্তি বলে না। এটা বরং লজ্জার।’ এছাড়া অভিনেতা ফাওয়াদ খানসহ আরও আনেক তারকাই ভারতের এই হামলা বন্ধে কণ্ঠ তুলেছেন। কামনা করেছেন নিহতদের আত্মার মাগফিরাতের। 
Read Entire Article