ভারতের কমলা বাসিন অ্যাওয়ার্ড পেলেন জয়া চাকমা

1 month ago 31

ভারতের কমলা বাসিন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের প্রথম ফিফা নারী রেফারি ও বিকেএসপির ফুটবল কোচ জয়া চাকমা।

আজ শনিবার দিল্লিতে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেছেন সাবেক এই ফুটবলার।

জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মানসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলাদেশের জয়া চাকমা পেয়েছেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের এই অ্যাওয়ার্ড পেলেন তিনি।

এই অ্যাওয়ার্ডের জন্য দক্ষিণ এশিয়া থেকে মোট ৯০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ২ জনকে কমলা বাসিন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর ২ জনকে দেওয়া হয়েছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। মোট ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

এই পুরস্কার পাওয়া অন্য তিন জনের ২ জন ভারতের ও একজন শ্রীলঙ্কার।

ভারতের দিল্লি থেকে জয়া চাকমা জাগো নিউজকে বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি অনেক আনন্দিত। এ অর্জন আমার একা নয়, দেশের মানুষেরও। এ স্বীকৃতি আগামীতে আমাকে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে।’

আরআই/এমএইচ/এএসএম

Read Entire Article