ভারতের প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালো বাংলাদেশ

3 months ago 26

ভারতের প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ ১৪০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে ঢাকা-কলকাতাগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের কাছে আমগুলো পাঠানো হয়।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম ও চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতটি কার্টনে করে শ্যামলী পরিবহনের মাধ্যমে এসব আম পাঠানো হয়

তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাতটি কার্টনে ১৪০ কেজি আম ভারতের প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে। আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন গ্রহণ করবেন। সেখান থেকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে।

জামাল হোসেন/এসআর/জেআইএম

Read Entire Article